জেনারেল শিক্ষিতদের জন্য আরবী ভাষা শেখার পূর্ণাঙ্গ গাইডলাইন

জেনারেল শিক্ষিতদের জন্য আরবী ভাষা শেখার প্রচুর রিসোর্স রয়েছে বর্তমানে। একসময় রিসোর্সের প্রচুর সংকট ছিল। আর বর্তমানে আরবী ভাষা শিক্ষার রিসোর্সের আধিক্যের ফলে তৈরী হয়েছে যথাযথ গাইডলাইনের সংকট।

জেনারেল শিক্ষিত ব্যক্তিগণ আরবী ভাষা শেখার জন্য সাধারণত অনলাইন বুকশপ থেকে পছন্দমত কোন একটি বই কিনে অধ্যয়ন শুরু করেন। বুঝতে পারেন না কিভাবে বইটি পড়া উচিত। 

আমার বিগত ১২ বছরের আরবী ভাষার শিক্ষকতা বিশেষত জেনারেল শিক্ষিতদেরকে আরবী ভাষা শেখানোর অভিজ্ঞতা থেকে আজ আমি আপনাকে আরবী ভাষা শিক্ষার পূর্ণাঙ্গ গাইডলাইন প্রদান করব। আমার দৃঢ় বিশ্বাস, এই গাইডলাইনের ফলে আরবী ভাষা শিক্ষা আপনার জন্য অত্যন্ত সহজতর এবং মসৃণ হবে ইনশাআল্লাহ।

আরবী ভাষা শেখার জন্য কী যোগ্যতা প্রয়োজন?

আরবী ভাষার দুটি প্রধান রূপ রয়েছে-

(১) হরকতযুক্ত আরবী : যেমন – কুরআনুল কারীম। যবর, যের, পেশ দিয়ে লেখা।

(২) হরকতবিহীন আরবী : যেমন- আরবী পত্র-পত্রিকা, আরবী ভাষায় লিখিত হাদীসগ্রন্থসমূহ, ইসলামী জ্ঞান-বিজ্ঞান নিয়ে লিখিত আরবী গ্রন্থসমূহ সাধারণত হরকতবিহীন হয়ে থাকে। 

একজন জেনারেল শিক্ষিত ব্যক্তির সর্বপ্রথম কর্তব্য হলো, আলকুরআন বিশুদ্ধ উচ্চারণে দেখে পাঠ করা শেখা। আল কুরআন হরকত দিয়ে লেখা। আপনি যদি হরকত দিয়ে লেখা আল কুরআন পাঠ করতে না পারেন তাহলে হরকতবিহীন আরবী পাঠ ও আরবী ভাষা শিক্ষা  আপনার জন্য অত্যন্ত দুরূহ হবে। 

কোন বই দিয়ে শুরু করা উচিত?

জেনারেল শিক্ষিতদের জন্য আরবী ভাষা শেখা শুরু করার জন্য আদর্শ গ্রন্থ হলো- মাওলানা আবু তাহের মেসবাহ রচিত ‘এসো আরবী শিখি’ গ্রন্থটি। বাংলাদেশের মাদরাসা শিক্ষার্থীদের আরবী ভাষা শেখার হাতেখড়ি হয় এই বই দিয়ে। বইটি ৩ খণ্ডে বিন্যস্ত। মাত্র ১০টি নিয়ম জানলে আপনি খুব সহজে প্রথম খণ্ড অধ্যয়ন সম্পন্ন করতে পারবেন। প্রথম খণ্ড সমাপ্তির পর আপনি আরবী আরবী ছোট ছোট বাক্যে অনুবাদ করতে পারবেন। নিজ থেকে প্রয়োজনীয় বাংলা বাক্যের আরবী অনুবাদ করতে পারবেন।

‘এসো আরবী শিখি (১ম খণ্ড) এর সকল শব্দার্থ একত্রে এবং প্রয়োজনীয় নিয়মাবলী পাবেন এই লিংকে

এসো আরবী শিখি (১ম খণ্ড) এর পর কী পড়বেন?

এসো আরবী শিখি (১ম খণ্ড) গ্রন্থে খুব দক্ষ ও সাবলীলতা অর্জন হলে আপনাকে আরবী ব্যাকরণের গুরুত্বপূল্ণ অংশ ‘ছরফ-আরবী রূপান্তর শাস্ত্র’ প্রয়োজন পরিমাণ শিখতে হবে। আমার কথাটি খেয়াল করুন ‘প্রয়োজন পরিমাণ’। ‘ছরফ-আরবী রূপান্তর শাস্ত্র’ একটি বিরাট ও বিস্তৃত শাস্ত্র। আপনি চাইলে এই একটি বিষয়ে পিএইচডি করতে পারবেন। আপনার জন্য উক্ত শাস্ত্রে ‘বিদ্যার সাগর’ হওয়ার প্রয়োজন নেই বরং যতটুকু না হলে নয় ততটুকু শিখুন।

‘ছরফের অতিপ্রয়োজনীয় পাঠ’ শিরোনামে আমার একটি ব্লগ আছে। সেটি পড়তে পারেন এই লিংকে

প্রয়োজন পরিমাণ ‘ছরফ’ শেখা হলে ‘এসো আরবী শিখি (২য় খণ্ড) অধ্যয়ন শুরু করুন। এ অংশে আপনি ছরফের প্রচুর ব্যবহার ও অনুশীলন করতে সক্ষম হবেন।

এসো আরবী শিখি (২য় খণ্ড) এর সাথে সহায়ক হিসেবে আরো ২টি বই আপনাকে পড়েত হবে।

[১] মাওলানা আবু তাহের মেসবাহ রচিত ‘আত তামরীনুল কিতাবী’ : এ গ্রন্থটি এসো আরবী শিখি বই এর অনুশীলন করার জন্য রচিত।

[২] আমার রচিত ‘প্রয়োজনীয় নাহু শিক্ষা’ : এর মাধ্যমে আরবী কোন শব্দের শেষে কী হরকত দিয়ে পড়বেন তা খুব সহজে আয়ত্ব করতে পারবেন ইনশাআল্লাহ।

এসো আরবী শিখি (২য় খণ্ড) সমাপ্তির পর…

এসো আরবী শিখি (২য় খণ্ড) সমাপ্তির পর ৩য় খণ্ড শুরু করুন । ৩য় খণ্ড  শেষ হলো  পূর্ণ এসো আরবী শিখি ও আত তামরীনুল কিতাবী গ্রন্থ দুটি খুব ভালোভাবে রিভিশন দিন। কোন উস্তাদের কাছে উক্ত দুটি গ্রন্থের পরীক্ষা দিন।  আপনি চাইলে নির্দিষ্ট ফি পরিশোধ করে উস্তাদ হাবীবুল্লাহ মিসবাহ এর কাছেও পরীক্ষা দিতে পারেন।

আপনি এখন আরবী ভাষায় যথেষ্ঠ পরিণত। আরবী ভাষার প্রাথমিক স্তরের গ্রন্থসমূহ আপনি নির্দ্বিধায় হরকত ছাড়া পড়ে বুঝতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।

পূর্ণ ‘এসো আরবী শিখি’ ও আত তামরীনুল কিতাবী’ সমাপ্তির পর…

আরবী ভাষায় অধিকতর যোগ্য হওয়ার জন্য প্রচুর আরবী বই-পত্র পড়ার কোন বিকল্প নেই। আপনি এখন শুরু করবেন শিশু-কিশোরদের জন্য আরবী  রচিত কালজয়ী গ্রন্থ ‘কাসাসুন নাবিয়্যীন [১-৫ খণ্ড]। গল্পে গল্পে আরবী ভাষায় নবীদের জীবনী পড়বেন হরকতবিহীন আরবীতে।

তারপর…

আরবী ভাষার বিখ্যাত গ্রন্থ ‘আল কিরাআতুর রাশিদা’ (পূর্ণ ৩ খণ্ড)।  এখন আপনি আরবী ভাষায় খুব ভালো পজিশনে অবস্থান করছেন। এখন আপনি চাইলে পূর্ণ আল কুরআনের অনুবাদ , হাদীসগ্রন্থসমূহসহ যে কোন আরবী গ্রন্থ পড়তে পারেন নির্দ্বিধায়।

আপনাকে আরবী ভাষার মহাসমুদ্র অবগাহনে সুস্বাগতম।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *